অতিরিক্ত যাত্রী নিলে লঞ্চের যাত্রা বাতিল
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : আসন্ন ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে এবং পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকলে ওই লঞ্চের যাত্রা স্থগিত করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
২১ জুন (মঙ্গলবার) জাতীয় সংসদে কামরুল আশরাফ খানের (নরসিংদী-২) উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১০টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
তিনি বলেন, নৌদুর্ঘটনা রোধকল্পে নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ঢাকা নদীবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ নদীবন্দরসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এ ছাড়া নদীকেন্দ্রিক ৪৭টি জেলার জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক সংশ্লিষ্ট লঞ্চঘাট এলাকায় অবৈধ যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করার জন্য মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
নৌমন্ত্রী জানান, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সদরঘাট টার্মিনালে টিকেট কাউন্টার স্থাপনের প্রত্রিয়া চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ নদীবন্দরে টিকেট কাউন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ নদীবন্দরে সিসি টিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা আছে।
যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে সকল নদীবন্দরকে আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।