বাজেট প্রশংসায় বিশ্ব ব্যাংক, বাস্তবায়ন নিয়ে সংশয়

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে, এর গুণগত বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে বিনিয়োগের জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে। তবে অনিশ্চয়তা কাটেনি। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকট এবং যোগাযোগ অবকাঠামোর অনিশ্চয়তা রয়েছে।

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বাজেটে অর্থমন্ত্রীর কল্যাণকামী নানা উদ্যোগের প্রশংসা করেন। তবে সামষ্টিক অর্থনীতির বেশিরভাগ সূচকের অনুকূল অবস্থার সুযোগ নিয়ে আরো বড় বাজেট দেয়া যেতো বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিনিয়াও ফানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঘাটতি মেটাতে উচ্চসুদে সঞ্চয়পত্র বিক্রি করে দেশীয় উৎস থেকে অর্থ সংগ্রহ শেষ পর্যন্ত সরকারের জন্য গলার কাঁটা হতে পারে বলে শংকা বিশ্বব্যাংকের। এর বদলে কম সুদে বিদেশী অর্থায়নের সুযোগ নেয়া উচিত বলে মনে করছে সংস্থাটি।

কাঠামো রূপান্তরে বৃহৎ প্রকল্প: প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রা নামে বাজেট বক্তৃতায় ১০টি মেগা প্রকল্প অর্থনীতিতে গতি আনবে বলেও বিশ্লেষণ বিশ্বব্যাংকের। তবে পদ্মাসেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাদে অন্য প্রকল্পগুলোর ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি।

ডক্টর জাহিদ হোসেন বলেন, ঝুঁকি থাকা সত্ত্বেও বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। ঝুঁকিবিহীন বিনিয়োগ বলতে কিছু নাই। ব্যবসায়ীরা বিনিয়োগ করবে যেখানে বিনিয়োগ করে তারা লাভ পাবে। তবে শ্রমিকরা নিরাপদে কিভাবে কাজে যাবে, জ্বালানি সরবরাহ কিভাবে আসবে এবং আনুসাঙ্গিক অন্যান্য সবকিছু কিভাবে নিরাপদে হবে তারা সেসব নিয়ে চিন্তা করবে।

প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ীরা কেন বিনিয়োগ-বান্ধব বলছে না বিশ্বব্যাংক তা অর্থমন্ত্রীকে আমলে নেয়ার অনুরোধ জানিয়েছে। করদাতারা কর দেয়ার বিনিময়ে কী সেবা পাচ্ছেন তাও খতিয়ে দেখার পরামর্শ তাদের।

গত ৩ জুন আগামী এক বছরের জন্য মোট খরচ ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ধরে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ