চলছে বৃটেনে গনভোট

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা:  বৃটেন ২৮টি দেশের জোট ইইউর সঙ্গে থাকবে, নাকি ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করে একলা চলবে।  সে প্রশ্নে প্রায় ৪৬ মিলিয়ন ভোটার গণভোটে রায় দেবেন। সর্বশেষ ২০১১ সালের দেশটিতে গণভোট হয়েছিল। সেবার অবশ্য গণভোটের বিষয় নিয়ে এতটা বিভক্তি দেখা যায়নি বৃটিশদের মধ্যে। কিন্তু ইইউতে থাকা, না থাকাকে কেন্দ্র করে সম্পূর্ণ বিভক্ত এখন বৃটেন।

তবে, এই গণভোট ঘিরে স্পষ্টত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনসহ দেশটির প্রধান রাজনৈতিক নেতারা ইইউতে থাকার পক্ষে। তাদের যুক্তি, এতে করে দেশটি হবে আরো সমৃদ্ধ এবং থাকবে আরো নিরাপদ।

অন্যদিকে, ইইউ-বিরোধীদের মত, দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার এটাই মোক্ষম সময়। এ নিয়ে বৃটেনের বাইরেও চলছে ব্যাপক আলোচনা।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইওঙ্কার সর্তক করে বলছেন, “গণভোটের ফলে ইইউ থেকে একবার বিচ্ছিন্ন হয়ে গেলে সেটাই হবে চূড়ান্ত।”

এদিকে, বৃটেন ইইউ-তে থেকে যাবে এমনটাই আশা জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের।

স্থানীয় সময় শুক্রবার সকাল নাগাদ ভোটের ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, “গণভোটের ফল যাই হোক, বৃটেন ইউরোপীয় ইউনিয়নে থাক বা না থাক, এই ভোটের প্রভাব হবে সুদূরপ্রসারী। বৃটেনের আগামী প্রজন্ম, আগামী দিনের রাজনীতিও হয়ত পাল্টে দেবে এই ভোট।”

 

সূত্র -বিবিসি

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ