খিলগাঁও এবং রামপুরার ইউলুপ উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী

সাইফুর রহমান প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : রাজধানীর যানজট নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে খিলগাঁওয়ে ২০১২ এবং রামপুরা ব্রিজ ও হাতিরঝিল-সংলগ্ন ইউলুপটির নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালে। ইতি মধ্যে ইউলুপ দুটির কাজ শেষ হওয়ায় জনসাধারণের চলাচলের জন্য প্রধানমন্ত্রী উম্মুক্ত করে দেয়।

২৬ জুন (শনিবার) দুপুরে রাজধানীর রামপুরা-বনশ্রী ও বাড্ডার সংযোগ সড়কে হাতিরঝিল প্রকল্পের সাউথ ইউলুপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিকল্পিত ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপারের এ সেতু বা ইউলুপের উদ্বোধন করেন তিনি।

এলাকাবাসীর মতে, ইউলুপটি চালু হওয়ায় রামপুরা-হাতিরঝিল, বনশ্রী এসব এলাকার যানজট অনেক কমে আসবে। বনশ্রী থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে হাতিরঝিল ও কাওরানবাজার যেতে হলে ডানে মোড় নিলেই সৃষ্টি হয় যানজটের।

এছাড়া, কুড়িল-বাড্ডা ও বিমানবন্দর থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে রামপুরা ব্রিজ হয়ে যেতে হয় বিভিন্ন গন্তব্যে।
এতে রামপুরা-বনশ্রী ও বাড্ডা-হাতিরঝিলের সংযোগ সড়কটিতে সর্বদা সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

রাজধানীর বিভিন্ন সংযোগ সড়কে যানজট নিরসনে এ ধরনের ইউলুপ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ