বাসায় ফিরেছেন বাবুল আক্তার
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে তিনি বাসায় ফিরেছেন।
২৫ জুন (শনিবার) বিকেলের দিকে তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় তার শ্বশুরের বাসায় ফেরেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ‘চট্টগ্রাম মহানগর পুলিশ এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে আজ ছেড়ে দিয়েছেন। তিনি বাসায় চলে গেছেন।’
শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশ তাকে নিয়ে গেছে বলে গণমাধ্যমের কাছে জানিয়েছেন তার শ্বশুর মোশাররফ হোসেন।
তিনি বলেন, শুক্রবার রাত ১টার দিকে তাদের বনশ্রীর বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যান খিলগাঁও থানার ওসি মঈনুল হোসেন ও মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন।
এদিকে শনিবার দুপুরের দিকে রাজধানীর ঢাকা ক্লাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাবুল আক্তারকে ঢাকায় তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কয়েকজন আসামির সামনে মুখোমুখি করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এর বেশি কিছু না বলে শিগগিরই আরো জানতে পারবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত ৫ মে ঢাকায় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে চট্টগ্রামে তাদের বাসার কাছে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।