আবারো গণভোটের দাবী ব্রিটেনে
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা: ব্রেক্সিট নিয়ে যেন জল্পনা কল্পনা কমছেই না। ফলাফল ঘোষণার প্রায় দুইদিন হতে চলল, এরই মধ্যে ব্রিটেনে আবার গণভোট চাওয়া নিয়ে চলছে সোরগোল।
ব্রেক্সিটের পক্ষের দল উল্লাসে ফেটে পড়ছে, আর বিপক্ষ দল বিমর্ষ এবং হতাশা প্রকাশ করছে। এরই মধ্যে আজ আবার দ্বিতীয় বার গণভোট আয়োজনের দাবী উঠেছে ব্রিটেনে, শুরু করেছে গণস্বাক্ষর অভিযান।
দ্বিতীয় বার গণভোটের জন্য গনস্বাক্ষর অভিযানে এরই মধ্যে স্বাক্ষর করেছে ১০ লক্ষেরও অধিক মানুষ। স্বাক্ষরকারীরা দাবী করেছে, এই গণভোট বাতিল করে পুনরায় গণভোটের জন্য ব্যবস্থা নেওয়া হউক।
স্বাক্ষরকারীরা অবশ্য দ্বিতীয়বারের গণভোটের জন্য যুক্তিও দ্বার করিয়েছেন। তারা বলেছেন, যে ভোটের ফলাফল চূড়ান্ত হয় ৬০ শতাংশের কম সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এবং যে ভোটে ৭৫ শতাংশের কম মানুষ অংশ নেয় তার কতটুকু বিশ্বাস যোগ্যতা থাকে।
তারা এই গণভোট বাতিল ঘোষণা করার জন্য নিয়ম কানুন সংশোধন করার আহ্বান জানান। তারা শুধু দাবীই করেননি, লন্ডনের আদালতে একটা পিটিশনও জমা দিয়েছে। আর এই পিটিশনটি দায়ের করেছেন ব্রিটিশ নাগরিক উইলিয়াম অলিভার হিলে।
ব্রিটেনের রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, গণস্বাক্ষরের যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে পার্লামেন্টে এটা নিয়ে বিতর্ক খুব জরুরি হয়ে পড়েছে।
একটা বিষয় উল্লেখ্য যে, ব্রিটেনের মোট নাগরিকের ৭২ শতাংশ গণভোটে অংশ নিয়েছেন এবং ফলাফলের ব্যবধান খুবই সামান্য। ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছে ৪৮ শতাংশ এবং ব্রেক্সিটের পক্ষে পড়েছে ৫১.৯ শতাংশ।