মেট্রোরেলের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা: দেশের প্রথম মেট্রোরেল ও বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৬ জুন  (রোববার) সকাল সাড়ে ১০টার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন দেশের প্রথম মেট্রোরেলের ভূমি উন্নয়ন কাজ এবং বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণ কাজ।

শেখ হাসিনা  তিনি প্রকল্প দুটির ফলক উন্মোচনের মাধ্যমে এর কাজের উদ্বোধন করেছেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী দেশ ও জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত করেন।

এই উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি বলেন, ‍বাংলাদেশের মানুষের স্বপ্ন একটার পর একটা সার্থক করবো আমরা। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করে ঢাকায় এই বিপুল সংখ্যক বসবাসকৃত মানুষের জীবনকে আরও সহজ করা।

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল এবং বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে গাজীপুর বাস ডিপো।

এর সাথে নির্মাণাধীন বিআরটিএ লাইন দিয়ে গাজীপুর থেকে এয়ারপোর্ট সড়কে ঘণ্টায় ২৫ হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম হবে।

এ সময় প্রধানমন্ত্রী এই প্রকল্পের নির্মাতাদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, প্রকল্পে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত করা হচ্ছে। আমি অনুরোধ করব- এটা যেন ফার্মগেট পর্যন্ত বাড়ানো হয়।

কারণ হিসেবে তিনি বলেন, ‘ফার্মগেট একটি জংশন পয়েন্ট। সেখান থেকে সারা ঢাকা যোগাযোগ করা যায়। মেট্রোরেল সেখানে গেলে আরও বেশি মানুষ উপকৃত হবে। মেট্রোরেলেরও ভালো পয়সা কামাই হবে।’

প্রধানমন্ত্রী বলেন, আমরা পুরো ঢাকাকে বাস ও রেলপথের অধীনে আনতে চাই। এজন্য এমআরটি সঙ্গে বিআরটি নির্মাণ কাজ শুরু করেছি।
নির্মাণাধীন এই মেট্রোরেলের দৈর্ঘ্য হবে ২০ দশমিক ১ কিলোমিটার। এ ট্রেনের লাইন উত্তরা থেকে শুরু হয়ে পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ী-ফার্মগেট-হোটেল  সোনারগাঁও-শাহবাগ- টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে।এটি উভয় দিক থেকে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ