প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৌঠকে রওশন

প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ

full_1822524798_1467025988জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ সোমবার সংসদ অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষ সংলগ্ন প্রধানমন্ত্রীর লবিতে প্রায় ২০ মিনিটের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বিরোধী দলের নেতার সঙ্গে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও বিরোধী দলের চিপ হুইপ তাজুল ইসলাম  চৌধুরী উপস্থিত ছিলেন। সকাল ১১টা ১৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এ বিষয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ‘ময়মনসিংহের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।’

প্রধানমন্ত্রী উন্নয়নমূলক সব কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং দেশের চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান রওশন এরশাদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ