তুরস্কে বিমানবন্দরে গুলি-বোমা বিস্ফোরণ, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : তুরস্কের ইস্তামবুল শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফা বিস্ফোরণ এবং গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
মঙ্গলবার ইস্তামবুলের আতাতুর্ক বিমানবন্দরে এই হামলা হয়। দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ হামলায় হতাহতের এ সংখ্যা জানিয়েছেন বলে দেশটির সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছে।
মন্ত্রীকে উদ্ধৃত করে এনটিভি বলছে, কালাশনিকভ রাইফেল নিয়ে এক হামলাকারী বিমানবন্দরে গুলি চালিয়েছেন।
হামলাকারীরা দুজন ছিলেন। তারা গুলিবর্ষণের পর আত্মঘাতী বোমা হামলা চালান। তুরস্কের এক সরকারি কর্মকর্তা ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।