২৪ ঘণ্টায় সৌদি আরবে আত্মঘাতী হামলা ৩ , নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। তাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

৪ জুলাই (সোমবার) ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার একটি নিরাপত্তা চৌকিতে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির টেলিভিশন স্টেশন আল আরাবিয়াকে উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। রয়টার্সের খবরে বলা হয়, নিরাপত্তাকর্মীরা যখন ইফতার করছিলেন তখন হামলাকারী সেখানে বোমার বিস্ফোরণ ঘটান। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এদিকে তথাকথিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে একই দিনে জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলা হয়। এতে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী নিহত এবং দুই নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

এছাড়াও কাতিফ নামে সৌদি আরবের আরেকটি শহরে শিয়া মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয়। ফলে একই দিনে ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরবে তিনটি এই আত্মঘাতী হামলার খবর এলো।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ