ঈদের জামাতে ব্যাগ নেয়া নিষিদ্ধ
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ প্রতি বছরের ন্যায় এবারো ঈদুল ফিতরের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরো পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
তবে ঈদের জামাতে জায়নামাজ ছাড়া কোন প্রকার ব্যাগ নেয়া নিষিদ্ধ করেছে ডিএমপি কমিশনার।
৫ জুলাই (মঙ্গলবার) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ৬ বা ৭ জুলাই ঈদুল ফিতর হতে পারে। বায়তুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টায় প্রথম জামাত, দ্বিতীয় সকাল ৮টায়, সকাল ৯টায় তৃতীয়, সকাল ১০টায় চতুর্থ এবং বেলা পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে হবে।