গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনায় মামলা
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা: গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলার দুই দিন পর সন্ত্রাস দমন আইনে ‘অনেককে’ আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
৫ জুলাই (সোমবার) গুলশান থানার পরিদর্শক মো.সালাউদ্দিন মিয়া বলেন, মধ্যরাতে পাঁচজনের নাম উল্লেখ করে অনেকের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে।
গুলশানে বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যার পর কমান্ডো অভিযানে নিহত যে পাঁচ জঙ্গির নাম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের আসামি করা হয়েছে বলেও জানান তিনি।
গত শুক্রবার রাজধানীর কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হানা দেয় একদল তরুণ। হামলার খবর শুনে গিয়ে গুলি ও বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
এর ১২ ঘণ্টা পর শনিবার সকালে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে ক্যাফেটি নিয়ন্ত্রণে আনার পর জানানো হয়, হামলাকারীরা ১৭ বিদেশিসহ ২০ জনকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করে।
এদিকে বিশ্বজুড়ে ঝড় তোলা এই হামলার দায়িত্ব স্বীকার করে আইএসের নামে আসা বার্তায় হামলাকারী হিসেবে তাদের সদস্য পাঁচজনের নাম বলা হয়-হচ্ছে-আবু উমায়ের, আবু সালমা, আবু রাহিক, আবু মুসলিম ও আবু মুহারিব।