ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: মির্জা আলমগীর
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শর্ত দেওয়া বা কাদা ছোড়াছুড়ির সময় নয়। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
৫ জুলাই (মঙ্গলবার) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান হত্যাকাণ্ড নিয়ে দলের কর্মসূচি ঘোষণার সময় এ কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা আলমগীর বলেন, দেশের মানুষের স্বার্থে, দেশের বৃহত্তর কল্যাণে এই আহ্বানে সারা দিয়ে জাতীয় ঐক্য সৃস্টি করার জন্য তারা উদ্যেগ গ্রহণ করবেন।
তিনি এ বিষয়টি পরিস্কার করে বলেন, তারা (আওয়ামী লীগ)বর্তমানে সরকারে রয়েছে তাই দায়িত্বটা তাদের ।
তিনি আরো বলেন, আজকে যা কিছু ঘটেছে তার সম্পূর্ন দায় তাদের এবং যে প্রানগুল চলে গেছে তার ব্যর্থতাও তাদেরই নিতে হবে ।
গুলশান হত্যাকাণ্ড স্মরণে আগামী ১২ জুলাই দলীয়ভাবে শোক দিবস পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। ওই দিন মহানগর ও জেলায় শোক মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।