শোলাকিয়া হামলায় ২ পুলিশ সহ ১ জঙ্গি নিহত,আশঙ্খাজনক ৬ পুলিশকে ঢাকায় স্থানান্তর

ময়মনসিংহ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ গুলশান হামলার রেশ না কাটতেই ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলায় এক কনস্টেবল জহিরুল ও হামলাকারী এক জঙ্গি নিহত এবং আরও অন্তত ১২ জন  আহত হয়েছেন।  এদের মধ্যে আশঙ্খাজনক ৬ পুলিশ সদস্যকে প্রথমে সিএমএইস এ পরে অবস্থা আরো খারাপ হলে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হচ্ছে ।

০৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার আগে আগে শেলাকিয়া মাঠের এক কিলোমিটার দূরে আজিমুদ্দিন  উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর ) ওবায়দুল হাসান জানান।

হামলার পর পুলিশসহ ১৩ জনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে জহুরুল হক (৩০)  ও আনসারুল  নামে ২ পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করা হয় বলে ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান জানান।

শোলাকিয়া মাঠে উপস্থিত পুলিশ সুপার আনোয়ার হোসেন খানও এ সময় হাসপাতালে ছুটে যান।

সর্বশেষ খবর পাওয়া প্রজন্ত ঘটনাস্থান ঘিরে রেখেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ