জিডি করে বসে থাকবেন না তথ্য দিন: প্রধানমন্ত্রী
বিশেষ প্রিতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ ইসলামের নামে যারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেছেন, এটা ইসলামের পথ নয়। এসময় তিনি শিক্ষার্থীদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত, তাদের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেছেন।
৭ জুলাই (বৃহস্পতিবার) সকালে গণভবনে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
অভিভাবকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এ বিষয়ে আরও সজাগ হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাবা-মা, ইউনিভার্সিটি-কলেজকে বলব, যারা মিসিং তাদের নাম, ছবি, তালিকা দিতে হবে।
তিনি বলেন, আমরা জেনেছি, বেশ কিছু কলেজ ও ইউনিভার্সিটির ছাত্ররা মিসিং। জিডি করে বসে থাকবেন না। ছবি দিন। তথ্য প্রকাশ করেন। ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বাংলাদেশে সন্ত্রাসের জায়গা হবে না। শান্তি প্রতিষ্ঠায় যা যা দরকার তার সরকার সবই করবে।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আগে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সব বড় ঈদ জামায়াতের মাঠের কাছে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দুই পুলিশসহ অন্তত চারজন। এর আগে শুক্রবার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হন।