শোলাকিয়ায় নিহত হামলাকারীও নর্থ-সাউথের ছাত্র
কিশোরগঞ্জ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে হামলার ঘটনায় নিহত হামলাকারী যুবকের পরিচয় মিলেছে।
তার নাম আবির রহমান (২২)। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথের বিবিএ’র শেষবর্ষের ছাত্র এবং বেশ কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল থেকে ‘এ লেভেল’ পাস করার পর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভার্তি হন আবির।
কিশোরগঞ্জ পুলিশের একটি সূত্র জানায়, আবির রহমান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম সিরাজুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। বিগত চার মাস ধরে আবির রহমান নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে পরিচিতজনরা তাকে শনাক্ত করেছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, আবির পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আবিরের মরদেহ বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ১ জুলাই রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী নিবরাস ইসলামও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার ঈদের সকালে শোলাকিয়া মাঠের অদূরে শহরের আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের কাছে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের মোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর বোমা হামলা করে দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণ ও চাপাতির আঘাতে দু’জন পুলিশ সদস্য, একজন নারী ও অন্যজন হামলাকারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। তাদের বেশিরভাগই পুলিশ সদস্য।