জঙ্গি মোকাবেলায় আসছে না বিদেশি সংস্থা

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ জঙ্গি হামলা মোকাবেলা করতে বাংলাদেশে বিদেশি কোনও সংস্থা আসার খবর নাকচ করে দিয়েছে সরকার।  একই সঙ্গে জঙ্গি তৎপরতা সম্পর্কে প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রয়োজনের কথাও জানানো হয়েছে।

৭ জুলাই (শুক্রবার) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানান।

এর আগে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনা তদন্ত করতে দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) বাহিনীর একদল কর্মকর্তা ঢাকা আসছেন।  এর একদিন পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ খবরকে নাকচ করে দিলেন।
তিনি বলেন, জঙ্গিবাদকে ফিজিক্যালি ট্যাকেল করার সক্ষমতার প্রমাণ শেখ হাসিনার সরকার গত আট বছর ধরে দিয়েছে।  আমরা অনেক জটিল সমস্যার সমাধান করেছি। এ ক্ষেত্রে বাংলাদেশের কোন ঘাটতি নেই।  এখানে গোয়েন্দা তথ্যটা সবচেয়ে বেশি জরুরি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলা চালায় জঙ্গিরা।  এতে পুলিশসহ চারজন নিহত হন।  এর আগে গত ১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা।  তারা ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে।  এছাড়া নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ