ভ্রমণ স্থগিতের সিদ্ধান্ত জাপানি ইউনিক্লোর

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ পোশাক বিক্রেতা ব্র্যান্ড ইউনিক্লোর স্বত্ত্বাধিকারী জাপানের ফাস্ট রিটেইলিং কোম্পানি বাংলাদেশে তাদের সব ধরনের ব্যবসায়িক ভ্রমণ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

গুলশানে জঙ্গিদের হামলায় সাত জাপানিসহ ২০ বিদেশির নিহতের ঘটনার প্রেক্ষাপটে কোম্পানিটি এ সিদ্ধান্ত নেয় বলে রয়টার্স জানায়।

একজন মুখপাত্রে বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফাস্ট রিটেইলিং কোম্পানির বাংলাদেশভিত্তিক ১০ জাপানি কর্মীকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঘর থেকে বের না হতে বলা হয়েছে।

শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশি বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।

নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ