গুলশানে হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা জানালেন নিশা
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা: গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
১১ জুলাই (সোমবার) বেলা ১১টা ৩ মিনিটে হলি আর্টিজানে পৌঁছে রেস্তোরাঁটি ঘুরে ঘুরে দেখেন নিশা। এরপর নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
বেলা ১১টা ২১ মিনিটে হলি আর্টিজান ত্যাগ করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট এ সময় নিশার সঙ্গে ছিলেন। ডিএমপি’র গুলশান ডিপ্লোম্যাটিক জোনের উপ-কমিশনার (ডিসি) মো. জসিমউদ্দিনও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে নিশা দেশাই বিসওয়াল অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।