যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সমাবেশ থেকে গ্রেফতার ২৬১

 

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ দুই কৃষ্ণাঙ্গকে হত্যার জের ধরে রোববার রাত পর্যন্ত কমপক্ষে আড়াই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

১০ জুলাই (রোববার) রাত পর্যন্ত নিউইয়র্ক, মিনেসোটা, শিকাগোও লুইজিয়ানার ব্যাটন রাগ থেকে কমপক্ষে ২৬১ জনকে গ্রেফতার করা হয়। এবারের গ্রীষ্মে বিক্ষোভ দমনে প্রথমবারের মতো আমেরিকার রাস্তায় সেনাবাহিনীতে ব্যবহৃত হয় এমন সাঁজোয়া যান, টিয়ার গ্যাস, স্মোক গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

কৃষ্ণাঙ্গদের সংগঠন ব্লাক লাইভস ম্যাটারের নেতা ডিরে ম্যাকিসনকে ব্যাটন রাগ থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া রোববার রাতে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয় আরো ১২৪ জনকে।
এর আগে,  মঙ্গল ও বুধবার দুই কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে নিহত হয়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে বিক্ষোভে নামে কৃষ্ণাঙ্গ এবং বর্ণবাদবিরোধীরা। ওই দিন ডালাসে বিক্ষোভ মিছিল চলাকালে স্নাইপারের গুলিতে নিহত হয় পাঁচ পুলিশ। এর পরই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

সেদেশের পুলিশ দাবি করছে, রাস্তা অবরোধ করায় ম্যাকিসনকে গ্রেফতার করা হয়েছে। তবে লাইভ ভিডিওতে দেখা গেছে, গ্রেফতারের সময় ম্যাকিসন রাস্তা থেকে দূরে ছিলেন। রাতেই অবশ্য তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে তার বিরুদ্ধে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ , তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। স্যামুয়েল সিনিয়াঙ্গি নামে এক অধিকারকর্মী বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশ সহিংসতা ছড়াচ্ছে এবং অসাংবিধানিকভাবে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ