ধর্মকে অবমাননা ও অসম্মানিত করা সহ্য করা হবে না

 

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ ধর্মকে অবমাননা ও অসম্মানিত করা সহ্য করা হবে না। সন্তানেরা যেন ধর্মীয় শিক্ষা সঠিকভাবে পায়, সেদিকেও লক্ষ্য রাখতে মা-বাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯ জুলাই (মঙ্গলবার) গণভবনে ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বলেছেন,  ছেলেমেয়েদের সময় দেয়া মা-বাবার কর্তব্য বলে মনে করি। সন্তানদের খোঁজখবর নিতে হবে। তারা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে সেটা জানতে হবে। সন্তানদের সঠিকভাবে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কেননা, সব ধর্মই শান্তির কথা বলে।

তিনি বলেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ধর্মকে অবমাননা ও অসম্মানিত করা সহ্য করা হবে না। শিক্ষিত ছেলেমেয়েদের মধ্যে কীভাবে ধর্মান্ধতা ঢুকছে, সেই শিকড় খুঁজে বের করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের ধরন পাল্টাচ্ছে। সে জন্য বাহিনীগুলোকে এটা নির্মূলে আধুনিক ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসীরা এখন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্রযুক্তি ব্যবহার করছে। তাই প্রযুক্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারদর্শী হতে হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ