সরকারি ক্রয় ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি সই

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: ক্রয় সংক্রান্ত ব্যবস্থার উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে ১ কোটি মার্কিন ডলার ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক।

২৫ জুলাই (সোমবার) সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে  রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এনইসি সম্মেলন কক্ষে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হবে।

এই ঋণ ‘পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-টু’র আওতায় অতিরিক্ত অর্থায়ন তহবিল হিসেবে বিবেচিত হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজি শফিকুল আজম ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক রাজশ্রী প্যারালকার নিজ-নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

এই প্রকল্পের কার্যক্রম আগামী ২০১৭ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

 

 

সুত্রঃ বাসস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ