এক সপ্তাহেও রাজধানীতে নিখোঁজ ঠিকাদারকে পাওয়া যায়নি
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ গুলশান ও শোলাকিয়ায় হামলায় ঘরছাড়া তরুণ-যুবকদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর নিখোজ সংবাদ যেন এক ভয়াবহ আতংঙ্কের নাম। গত ১৫ জুলাই শুক্রবার থেকে নিখোজ রাজধানীর সিনেটারি ঠিকাদার রনির (৩৫) সন্ধ্যান মেলেনি আজও ।
১৬ জুলাই (শনিবার) দুপুরের পরে রাজধানীর ভাটারা থানায় এসে নিখোজ রনির বাবা কুদ্দুস মোল্লা (৫৫) সাধারন ডায়েরী করেন।
রনি নিখোজ হওয়ার দুই বছর আগে থেকে ভাটারা থানাধীন খিলবাড়িরটেকের ৫ নং রোড়ের ১ নং বাডিতে তার পরিবার নিয়ে বসবাস করতেন।
নিখোজ রনির বাবা কুদ্দুস মোল্লা গনমাধ্যমের কাছে আশংঙ্খা প্রকাশ করে বলেন, তার ছেলেকে বর্তমান পরিস্থিতির হাতিয়ার বানিয়ে বড় কোন ক্ষতি কেঊ করে ফেলে কিনা। তিনি বলেন যেহেতু সে ঠিকাদারি ব্যবসায়ের সাথে জড়িত, তাই এ কারনেও কেউ তাকে গুম করতে পারে বলে মনে করেন।
নিখোজ রনির বাড়ি ঝালকাঠি জেলা, ঝালকাঠি থানার নথুল্লাবাদ ইউপিধীন বৈয়ারী গ্রামে। কুদ্দুস মিয়া তার ছেলের সন্ধান পাওয়ার আশায় তার সাথে যোগাযোগের করার জন্য মোবাইল নং দিয়েছেন, যথাক্রমে ০১৭৭৫১০৪৪৮৩ এবং ০১৯১৭৯৮৩২৬৩