কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি

 

প্রতিবেদক এবিসিনিউজবিডি,

ঢাকা: ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান এবং অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজার পরিপ্রেক্ষিতে এ বৈঠক করবেন তারা।

২৭ জুলাই (বুধবার) বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য স্বীকার না করলেও চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে কূটনীতিকদের কাছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উচ্চ আদালতে সাজা দেয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানে সরকারের সাড়া না দেয়াসহ দেশের সমসাময়িক নানা বিষয় তুলে ধরা হবে বলে সূত্র জানায়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও এ ধরনের বৈঠকের বিষয়টি অস্বীকার করেন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ