পাঁচ অভিযোগই প্রমাণিত

golam azamরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় ব্যাপক মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, পাকিস্তানি সেনাদের সহযোগিতা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়ার পাঁচ ধরনের অভিযোগই প্রমাণিত হয়েছে।

সোমবার এ মামলার ২৪৩ পৃষ্ঠার রায়ের দ্বিতীয় অংশে বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন।তিনি বলেন, “অধীনস্তদের নেভেটিভ সিগন্যাল দিয়ে গোলাম আযম কার্যত হত্যায় অংশ নিয়েছেন। সুতরাং তিনি ক্রিমিন্যালি লায়্যাবল এবং দোষী”

মামলার আসামি গোলাম আযম রায় ঘোষণার সময় কাঠগড়াতেই উপস্থিত রয়েছেন, যাকে একাত্তরের যুদ্ধাপরাধের পেছনের মূল ব্যক্তি হিসাবে অভিযুক্ত করা হয়েছে।

একাত্তরের দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের চালানো হত্যাযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বর্বরতার সঙ্গে তুলনা করা হয়েছে রায়ে।

মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি ছাড়াও পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার মতো ৫ ধরনের ৬১টি অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ