ভারতে অসহিষ্ণুতা বাড়ছে, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: ভারতে গোমাংস ভক্ষণ আর অসহিষ্ণুতার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা।

৩০ জুলাই (শনিবার) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি নিয়মিত সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান।

ওই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে মোদী সরকারকে ভারতীয় নাগরিকদের সুনিশ্চিত করতে বলা হল ওবামা প্রশাসনের তরফে।

বলা হল, গোমাংস ভক্ষণকে কেন্দ্র করে একের পর এক হিংসা ও অসহিষ্ণুতার ঘটনায় মার্কিন প্রশাসন উদ্বিগ্ন। ওই সব ঘটনার হাত থেকে ভারতীয় নাগরিকদের বাঁচাতে ভারতের পক্ষে যা যা করণীয়, মোদী সরকারকে সে ব্যাপারে আরও একটু নজর দিতে অনুরোধ করা হল।

গোমাংস ভক্ষণের প্রতিবাদে ভারতে একের পর এক হিংসার ঘটনার যে অভিযোগ উঠেছে আর সম্প্রতি মধ্যপ্রদেশে মোষের মাংস সঙ্গে রাখার জন্য দুই মুসলিম মহিলাকে নিগ্রহের যে ঘটনা ঘটেছে, তা নিয়ে আমেরিকার তরফে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘‘ধর্মাচরণ, বাকস্বাধীনতা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমরা (আমেরিকা) সব সময়েই ভারতীয় নাগরিক ও ভারত সরকারের পাশে আছি। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, ভারতীয় নাগরিকরা যাতে অনেক বেশি নিশ্চিন্ত বোধ করতে পারেন, সেটা সুনিশ্চিত করার জন্য আমরা ভারত সরকারকে আরও বেশি নজর রাখার অনুরোধ জানাচ্ছি। বিশ্বের যে কোনও প্রান্তের যে কোনও দেশেই এমন ঘটনা ঘটলে আমরা সেই দেশের সরকারের কাছে এমন অনুরোধ জানিয়ে থাকি। আমরা ভারতের কাছেও একই অনুরোধ জানাচ্ছি।’’

সেই সঙ্গে তিনি কাশ্মীর পরিস্থিতির উন্নতিকল্পেও কাজ করার জন্য জোর তাগিদ দেন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ