ব্যাচেলরদের বাসা ভাড়া না দেয়ার নির্দেশনা দেয়নি পুলিশ

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ রাজধানীতে জঙ্গি হামলার ঘটনার পর ব্যাচেলরদের বাসা ভাড়া না দেয়ার বিষয়ে বাড়ির মালিকদের কোন নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান।

৩০ জুলাই (শনিবার)দুপুরে রাজধানীর মিন্টো রোডে তার কার্যালয়ে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভাড়াটিয়া বিবাহিত কিংবা অবিবাহিত হোক সেটার তথ্য বাড়ির মালিকদের অবশ্যই থানায় জমা দিতে হবে। যারা বাসা ভাড়া দিবেন, তারা যেন অবশ্যই ভাড়াটিয়াদের তথ্য রাখে এবং ১৮ বছরের নিচে ভাড়াটিয়াদের চেয়ারম্যান সার্টিফিকেট থানায় জমা দেয়।

 মাসুদুর রহমান বলেন, জনগণকে স্বস্তি দেয়ার জন্য এই তথ্যগুলো দিতে বলা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। যারা শান্তিপ্রিয় তারা তথ্য দিচ্ছে। সমস্যা মোকাবিলায় নাগরিক সহায়তার অংশ হিসেবেই এই নির্দেশনা দেয়া হয়েছে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ