অনুপম সেনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রাম প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বরেণ্য শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেনকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
৩০ জুলাই (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ড.অনুপম সেন একজন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। সমাজের শিক্ষাবিস্তারে অনুপম সেনের অবদান শুধু দেশে নয়, আর্ন্তজাতিকভাবেও স্বীকৃত। অজাতশত্রু এই মানুষটিকে হত্যার হুমকি দেয়া জঘন্য নিন্দনীয় কাজ।
‘আমরা ড.অনুপম সেনের পাশে আছি। যে কোন ধরনের হুমকি মোকাবেলায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারি আমরা সবাই রাজপথে থাকবো। একজন বরেণ্য ব্যক্তিত্বের জীবন হুমকির মুখে পড়বে, এটা কোনভাবেই মেনে নেয়া যাবেনা। যে কোন নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা ড.অনুপম সেনের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের, ব্যবসা অনুষদের ডিন প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর অনিল কান্তি ধর, ব্যবসা প্রশাসন অনুষদের সহকারী ডিন মঈনুল হক, স্থাপত্য বিভাগের সভাপতি স্থপতি সোহেল এম শাকুর, ইংরেজি বিভাগের সভাপতি সাদাত জামান খান, আইন বিভাগের সভাপতি তানজিনা আলম চৌধুরী, প্রকৌশল বিভাগের সভাপতি ইফতেখার মনির, প্রক্টর আহমদ রাজিব চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম, ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান, হিসাব বিভাগের উপ-পরিচালক হাছানুল ইসলাম চৌধুরী, ডেপুটি লাইব্রেরিয়ান জনাব কাউসার আলম এবং আইন বিভাগের ছাত্র নিশাদ চৌধুরী।