গাছ ও পাহাড় কাটা বন্ধের তাগিদ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ পরিশেষ রক্ষায় গাছ ও পাহাড় কাটা বন্ধের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেছেন একটি গাছ কাটলে দুই-তিনটি গাছ লাগাতে হবে।
৩১ জুলাই (রাজধানীর) কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় বৃক্ষরোপণ আভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এতে করে আমাদের পরিবেশ সুন্দর হবে। আমাদের নারিকেল বাগান বেশি বেশি লাগাতে হবে। ফলে যেমন আমরা অর্থকরি ফসল পাবো তেমনি ঝড় ও জলোচ্ছ্বাস থেকে অনেকগুণে রক্ষা পাবো।
এসময় বন্যা দুর্গত মনুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতি মোকােবিলায় সরকার কাজ করছে।