সবাইকে বেশি রাজস্ব দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

 

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ দেশে পরিবেশবান্ধব শিল্প কারখানার উন্নয়নে অনেক ঋণ প্রয়োজন। এ খাতে সরকার ৬ থেকে ৭ শতাংশ হার সুদে ঋণ দিতে পারে। তবে এ জন্য সবাইকে বেশি করে রাজস্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

৩১ জুলাই (রবিবার) রাজধানীর চেম্বার ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) আয়োজিত ‘প্রোমোটিং গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি ফর বাংলাদেশ: অপরচুনেটিজ অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে যেভাবে শিল্পায়ন বাড়ছে তাতে কার্বনের পরিমাণ আরও বেড়ে যাবে। কার্বন কমাতে গেলে আমাদের পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে হবে। আর এ কারখানা গড়ে তুলতে অতিরিক্ত অর্থ প্রয়োজন। ৬ থেকে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া গেলে শিল্প মালিকরা পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে পারবেন। কিন্তু এ হারে ঋণ পেতে হলে সবাইকে আরও বেশি রাজস্ব দিতে হবে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, কনজ্যুমার এবং প্রোডিউসারের মধ্যে সরকার হলো থার্ড পার্টি। এক্ষেত্রে সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। থার্ড পার্টি হিসেবে সহায়তা করতে গেলে সরকারের রাজস্ব বাড়াতে হবে। বর্তমানে রাজস্বে এটা কাভার করে না। আল্টিমেটলি আমার মনে হয়েছে সরকারের রাজস্ব আরও বাড়াতে হবে।

মুহিত বলেন, ট্যানারির জন্য আমরা সরকারিভাবে সাভারে পরিবেশবান্ধব ট্যানারি জোন করে দিয়েছি। অন্য খাতগুলোর জন্য এখনও এরকম জোন করা সম্ভব হয়নি। তবে ধারাবাহিকভাবে সেদিকে এগুচ্ছি।

এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- বিসিএএসের নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, বে-ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ