ইন্দোনেশিয়ায় পদদলিত হয়ে নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে মুষ্টিযুদ্ধের একটি খেলা শেষে সমর্থকদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্ততপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩৯ জন।
পাপুয়ার নাবির শহরের স্টেডিয়ামে মুষ্টিযুদ্ধের ফলাফলকে কেন্দ্র করে রোববার এই হুড়োহুড়ির ঘটনা ঘটে বলে কেন্দ্রীয় পুলিশের সহমুখপাত্র আগুস রিয়ান্তো জানিয়েছেন।
প্রায় ১৫শ’ দর্শক এই খেলা উপভোগ করছিলেন। খেলার এক পর্যায়ে ফলাফলকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে সবাই স্টেডিয়াম থেকে বেরুতে চাইলে হুড়োহুড়ির সৃষ্টি হয়।
দেশটির সবচেয়ে পূর্বাঞ্চলীয় প্রাকৃতিক সম্পদে ভরপুর প্রদেশটির এই স্টেডিয়ামে দর্শকদের বের হওয়ার মাত্র দুটি পথ রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
মুখপাত্র রিয়ান্তো বলেন, “স্টেডিয়ামটিতে সেনা ও পুলিশ মোতায়েন ছিল। কিন্তু একসঙ্গে অনেক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি সহসাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
নিহতদের অধিকাংশই নারী। আহতদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৩ জন নারী ও ৯জন শিশু।