ভারতের গুজরাটে দলিতদের বিক্ষোভ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ ভারতের গুজরাটে নিজেদের সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রায় ২৫ হাজার দলিত।

গরুর চামড়া ছাড়ানোর ‘অপরাধে’ চার দলিতকে মারধরের প্রতিবাদে ভারতে ক্ষোভ বাড়ছে। প্রতিবাদের অংশ হিসেবে মৃত পশুর বন্দোবস্তসহ বর্জ্য পরিষ্কারের কাজ বয়কট করছে তারা।

হিন্দুরা গরুকে পবিত্র বলে বিবেচনা করে। গুজরাটে গো হত্যা নিষিদ্ধ। তবে গুজরাটের ঐ গ্রামের দলিতরা দাবি করছে চার যুবক স্বাভাবিকভাবে মরে যাওয়া গরুর চামড়া ছাড়াচ্ছিল।

দলিতদের প্রতিবাদ সমাবেশের আয়োজক জিগনেশ মেভানি বলেন, নিজেদের রক্ষার জন্য দলিতদের আগ্নেয়াস্ত্র প্রয়োজন। কংগ্রেস কিংবা বিজেপি, কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসবে না। আমাদের ঐক্যই আমাদেরকে দীর্ঘদিনের বঞ্চনা থেকে পরিত্রাণ দেবে।

উল্লেখ্য, দলিতদের ওপর হামলার প্রতিবাদে ২৪ বছরের যে যুবক বিষ পান করেছিল সে গত রবিবার হাসপাতালে মারা গেছে। -এনডিটিভি

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ