বৃষ্টির রিমঝিম

মুরসালিন নোমানী

 

বৃষ্টির রিমঝিম শব্দ আমাকে ঘুমাতে দেয় না

তাই রিমঝিমকে বলি তুমি এত রিমঝিম হইওনা

নান্দনিক বাতাস গায়ে লেগে মনটা ভরে

প্রকৃতির শাব্দিক নি:শ্বাস আমাকে কাছে টানে।

শুদ্ধ প্রকৃতির মাঝে নি:শ্বাস নিতে লাগে ভালো

তবুও অমার বন্ধু অধিকার নিয়ে বলে যাও ঘুমাতে

বৃষ্টির রিমঝিম শব্দ তাই আমাকে দেয় না ঘুমাতে।

মুরসালিন নোমানী,

সিনিয়র রিপোর্টার,

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ;

সাবেক সাংগঠনিক সম্পাদক,

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ