বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব শক্তিশালী
প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে অভিমত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
০৩ আগস্ট (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকসান্দর ইগনাতভ সাক্ষাৎ করতে গেলে এ অভিব্যক্তি ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে বিরাজমান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।
একই সঙ্গে দু’দেশের মধ্যে ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণে ব্যাংকিং সেবাসমূহ সহজতর করার বিষয়ে আলোচনা করেন তারা।
২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরকালে স্বাক্ষরিত আন্তঃসরকার চুক্তির আওতায় রূপপুর আনবিক শক্তি প্ল্যান্টে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান শাহরিয়ার আলম।
ঢাকায় কর্মকালে রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি