জলবায়ু পরিবর্তন বাংলাদেশের চ্যালেঞ্জ

এস.এম জিহাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : জলবায়ু পরিবর্তন বাংলাদেশের উন্নয়নের পথে সুস্পষ্ট একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে অবিলম্বে দুর্যোগ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

৪ আগস্ট (বুধবার) রাজধানীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে বন বিভাগ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এ কর্মশালা আয়োজনে সহযোগিতা প্রদান করে।

ইউএন-আরইডিডি বাংলাদেশ জাতীয় কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে এক কর্মশালায় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি অনুসারে যথাযথ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় বিশ্বসভায় বাংলাদেশ বেশ সমাদৃত হয়েছে।

এই কর্মসূচী বর্তমানে জাতিসংঘের তিনটি সংস্থার সমন্বয়ে বিশ্বের ৬৪টি উন্নয়নশীল দেশে বাস্তবায়িত হচ্ছে। ২০১০ সালে বাংলাদেশ সরকার ইউএন-আরইডিডি বৈশ্বিক কার্যক্রমে সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দেয়।

জলবায়ু পরিবর্তন প্রতিহত করার এই চলমান যুদ্ধে, বাংলাদেশ সরকারের মুখ্য সংস্থা তথা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাথে ইউএন-আরইডিডি বাংলাদেশ জাতীয় কর্মসূচী যুক্ত করেছে জাতিসংঘের বিশেষায়িত দুটি সংস্থাকে- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার দ্বারা জাতিসংঘের এই সংস্থাগুলো জাতীয় কর্মসূচীটি বাংলাদেশ সরকারকে ইউএন-আরইডিডি প্লাস নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সক্ষম করে তুলতে সকল প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে।

বন বিভাগের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথির ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর মিস পলিন থেমেসিস এবং এফএওর বাংলাদেশ প্রতিনিধি (ভারপ্রাপ্ত), মি. ডেভিড ডুলান সম্মানিত অতিথি হিসেবে এ আয়োজনে সামিল হয়। বন বিভাগের প্রধান বন সংরক্ষক ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সরকারী সংস্থা ও বিভাগসমূহসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এনজিও, সুশীল সমাজ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠনের প্রতিনিধিগণ যোগ দেন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ