সৌদ আরব ও বাংলাদেশ পরস্পরের পরীক্ষিত বন্ধু
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ সৌদি সরকার এর আগে এই প্রকল্পের জন্য ৫ কোটি ৩৩ লাখ ডলার ঋণ দেয় । সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের মাধ্যমে এ ঋণ দেওয়া হচ্ছে।
৪ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও সৌদি আরবের মধ্যে নতুন এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমদ এ আলঘানাম চুক্তিতে সই করেন।
ফ্লাইওভারের তেজগাঁও-পান্থপথ লিংক রোডে এফডিসি গেইটের পরিবর্তে সোনারগাঁও হোটেল পর্যন্ত বর্ধিত ৪৫০ মিটার নির্মাণে সৌদি আরবের নতুন করে দেওয়া এই ঋণের অর্থ ব্যয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে জানানো হয়, সৌদি আরবের এই ঋণে দুই শতাংশ হারে সুদ দিতে হবে। ৫ বছর রেয়াত কালসহ ২৫ বছরে এই ঋণ পরিশোধ করবে বাংলাদেশ।
সফররত আহমদ এম আলঘানাম বক্তব্যে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সৌদি সরকার বাংলাদেশের আরও উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে।