জঙ্গিদের বাংলার মাটিতে জায়গা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলার মাটিতে জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
৫ আগস্ট (শুক্রবার) কক্সবাজারে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, হাজি মো. ইলিয়াছ, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ রেজওয়ান বক্তব্য রাখেন।
এসময় বিজিবি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ ভুঁইয়া, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় এ দেশে একটি বিরোধী চক্রান্তকারী চক্র গুপ্তহত্যা, ধর্ষণ ও লুন্ঠন চালিয়েছে। পঁচাত্তরের পর একই চক্র হাতের ও পায়ের রগ কেটে আত্মপ্রকাশ করে।
তিনি বলেন, ওই চক্রই এরপর ৬৪ জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে বিচারক হত্যা করেছে। তারা জেএমবি, হুজি নাম ব্যবহার করে নানাভাবে আত্মপ্রকাশ করছে। এখন নানাভাবে তারাই নিজেদের আইএস দাবি করতে শুরু করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ