কঠোর শাস্তির বিধান রেখে বিদ্যুৎ আইন ২০১৬ আনুমোদন
মেহদি আজাদ মাসুম, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ ও বিদ্যুৎ স্থাপনায় নাশকতার মাধ্যমে ক্ষতি সাধন করলে কঠোর শাস্তির বিধান রেখে বিদ্যুৎ আইন ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা ।
৮ আগস্ট (সোমবার) সচিবলায় মন্ত্রীসভার বৈঠকে শেষে বেলা ২টার দিকে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি জানান, ‘বিদ্যুৎ আইন-২০১৬’ খসড়ায় বিদ্যুৎকেন্দ্রে নাশকতা করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা জরিমানার অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে অনুষ্ঠিত হয়।