কঠোর শাস্তির বিধান রেখে বিদ্যুৎ আইন ২০১৬ আনুমোদন

মেহদি  আজাদ মাসুম, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ ও বিদ্যুৎ স্থাপনায় নাশকতার মাধ্যমে ক্ষতি সাধন করলে কঠোর শাস্তির বিধান রেখে বিদ্যুৎ আইন ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা ।

৮ আগস্ট (সোমবার) সচিবলায় মন্ত্রীসভার বৈঠকে  শেষে বেলা ২টার দিকে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি জানান, ‘বিদ্যুৎ আইন-২০১৬’ খসড়ায় বিদ্যুৎকেন্দ্রে নাশকতা করলে সর্বোচ্চ ‌১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা জরিমানার অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ