মন্ত্রিসভায় তারেকের স্ত্রী জোবাইদার প্রশংসায় প্রধানমন্ত্রী

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : বিএনপি’র নবগঠিত কেন্দ্রীয় স্থায়ী কমিটিতে দুটি পদের একটিতে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের জন্য রাখা হয়েছে শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা করে বলেন, ‘সে শিক্ষিত ও বুদ্ধিমতী এবং ভালো বংশের মেয়ে। সে রাজনীতিতে এলে ভালোই হবে’।

৮ আগস্ট (সোমবার) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের নির্ধারিত আলোচনা শেষে বিএনপি’র এ কমিটি নিয়ে আলোচনা শুরু করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রিসভার একাধিক সদস্য জানিয়েছেন, সভার নির্ধারিত আলোচনা শেষে বিএনপির নতুন কমিটি নিয়ে আলোচনার সূত্রপাত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনির্ধারিত আলোচনার শুরুতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নতুন কমিটিতে যুদ্ধাপরাধীদের সন্তান এবং ২১আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিরা স্থান পেয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটিতে দুটি পদ শূন্য রাখা হয়েছে। শুনেছি তার একটিতে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে এবং অন্যটিতে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে রাখা হবে।

এ কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের প্রশংসা করে বলেন, ‘সে শিক্ষিত ও বুদ্ধিমতী। সে রাজনীতিতে এলে ভালোই হবে।’

এসময় অন্য মন্ত্রীরা মন্তব্য করতে থাকলে বিষয়টাকে ইতিবাচকভাবে দেখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সে (জোবাইদা) শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে। সে রাজনীতিতে এলে ভালোই হবে।’

প্রশংসাকালে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে উদ্দেশ করে বলেন,‘তিনি তো আবার উনারও (জোবাইদা) আত্মীয়।’ তখন মন্ত্রিসভায় অনেকে কৌতূহল প্রকাশ করলে মোশাররফ হোসেন জানান, ‘তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান হচ্ছেন আমার চাচার শ্যালিকার মেয়ে। ফলে উনি সম্পর্কে আমার খালাতো বোন হন।’

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির কমিটিতে ১৯টি পদের মধ্যে ১৭টি পূরণ হয়েছে। শূন্য রয়েছে দুটি পদ ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ