একনেকে ১৮১৭ কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১,৮১৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয় ধরে ছয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
৯ আগস্ট (মঙ্গলবার) শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, একনেকের বৈঠকে মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৮১৭ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৮০২ কোটি ৬৮ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করা হবে।