মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর গ্রেফতার
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা: ২২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
১০ আগস্ট (বুধবার) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মিজানুর রহমানকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজানুরের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের ২২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
৩০ জুন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদ, উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খান, মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, ব্যাংকটির আরও পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আটজনকে আসামি করে মামলা করেছিল দুদক।
মামলা করার পরপরই ৩০ জুন গ্রেফতার হয়েছিলেন অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খান, ব্যাংকটির উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক শফিউল্লাহ। মিজানুর রহমান খান বৃহস্পতিবার জামিন পান।