ওবামা আইএসের প্রতিষ্ঠাতা, হিলারি সহপ্রতিষ্ঠাতা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘প্রতিষ্ঠাতা’ বলে বর্ণনা করেছেন।
বিবিসি বলছে, বুধবার ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প বলেন, “তারা (আইএস) প্রেসিডেন্ট ওবামাকে সম্মান করে। তিনি (ওবামা) আইএসআইএস-এর প্রতিষ্ঠাতা।”
এর আগে ট্রাম্প সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ‘চক্রান্তকারী’ ও ‘শয়তান’ বলে উল্লেখ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও তিনি ছেড়ে কথা বলেননি। ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।
সমাবেশে ট্রাম্প ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকেও আক্রমণ করে বক্তব্য দেন। হিলারিকে তিনি আইএসের ‘সহ-প্রতিষ্ঠাতা’ বলে মন্তব্য করেন।
ট্রাম্পের এসব মন্তব্যকে ‘আবর্জনার’ সঙ্গে তুলনা করে এসব কথাবার্তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যের প্রতিধ্বনি বলে হিলারি অভিযোগ করেন।
ট্রাম্প বৃহস্পতিবারও তার মন্তব্যের পুনরাবৃত্তি করে ওবামা ও হিলারিকে ইসলামিক স্টেট গঠনের ‘সবচে দামি খেলোয়াড়’ বলে উল্লেখ করেন।
রিপাবলিকান দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প টানা ১০ দিনই নেতিবাচক মন্তব্য করে সংবাদ শিরোনাম হয়েছেন।
এরআগে ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেন হিলারি।
‘অস্ত্র রাখার অধিকার সমর্থনকারীরা হিলারির জয় থামাতে পারবেন’ এ কথা বলার মাধ্যমে ট্রাম্প সহিংসতা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
বুধবার আইওয়া অঙ্গরাজ্যের ডে মাইনের এক নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে এ অভিযোগ করেন হিলারি।
“শব্দ ব্যাপক বিপর্যয় বয়ে আনতে পারে,” বলেন তিনি।
‘সেকেন্ড অ্যামেন্ডমেন্ট পিপল’ বা অস্ত্রের মালিকরা হিলারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, এমন মন্তব্য করে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন ট্রাম্প।
রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হচ্ছেন ট্রাম্প। তার নিজ দলের অনেক নেতাও তার সমালোচনায় সরব হয়েছেন।
প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক সক্ষমতা ট্রাম্পের নেই বলেও মন্তব্য করেছেন হিলারি।