দেশের প্রথম ৮ লেন মহাসড়ক ও পায়রা সমুদ্র বন্দরের উদ্বোধন

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করবো, বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাবো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

১৩ আগষ্ট (শনিবার) সকালে গণভবন থেকে উদ্বোধন করার সময় দেশের প্রথম ৮ লেন মহাসড়ক , পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাস ও শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন ।

এ দুই প্রকল্প প্রধানমন্ত্রীর অন্যতম দুটি সাফল্যই মনে করছেন বিশেষজ্ঞরা।

উদ্বোধন করা অন্য উন্নয়ন কাজগুলো হচ্ছে- আটলেনে উন্নীত যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়ক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ছয়টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন এবং যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংকসহ) মাওয়া এবং পাচ্চর-ভাঙ্গা মহাসড়ক উভয়দিকে ধীরগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের (পদ্মাসেতু লিংক রোড) নির্মাণ কাজ।

 

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ