বৃহস্পতিবার আবার হরতাল

hortalরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুদ্ধাপরাধের মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবারও হরতাল ডেকেছে তার দল জামায়াতে ইসলামী ও দেশবাসী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার রায় ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রায়ের বিরোধিতায় গত সোমবার থেকে টানা হরতাল করে আসছে জামায়াতে ইসলাম।

রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, জামায়াতকে ‘নেতৃত্বশূন্য’ করার জন্য ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় ‘সরকার নির্দেশিত’ ছকে মুজাহিদের ফাঁসির রায় দিয়েছে ট্রাইব্যুনাল।

“মুজাহিদকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল ১৮ জুলাই বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি।”

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ