এটা ভুল রায় : রাজ্জাক
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ভুল রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন তার তার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুজাহিদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া দুটি অভিযোগে খালাস পেয়েছেন তিনি।
রাজ্জাক বলেন, “আমি আদালতের প্রতি সম্মান রেখে বলছি- এটা ভুল রায়। আদালত তথ্যপ্রমাণ মূল্যায়নে ব্যর্থ হয়েছে। আমরা এর বিরুদ্ধে আপিল করবো।
আসামি পক্ষের আইনজীবী সাইফুর রহমান দাবি করেন, যে অভিযোগে ওনাকে খালাস দেয়া হয়েছে, বাকি চার্জ গুলোতেও তথ্য প্রমাণ একই রকম ছিলো। আদালতের উচিত ছিলো সেগুলোতেও খালাস দেয়া। আমরা মনে করি এ রায় যথার্থ নয়। আমরা এর বিরুদ্ধে আপিল করবো।