লুসিয়ানা’র বন্যায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১১ জনে

মিরু শিকদার, যুক্তরাষ্ট্র প্রতিনিধি, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ লুসিয়ানায়। গত শুক্রবার থেকে সপ্তাহজুড়ে মুষুলধারায় বৃষ্টি চলছে । এ পর্যন্ত    মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১১ তে ।

স্থানীয় সময় ১৬ আগস্ট (মঙ্গলবার) লুসিয়ানা সরকার জন বেল এডওয়ারর্ড এক সভায় বলেন, লুসিয়ানায় মারত্তক বন্যায় ৪০,০০০ বাড়ি প্লাবিত হয়েছে। ৩০,০০০ মানুষ এবং ১,০০০ গৃহপালিত পশু উদ্ধার করা সম্ভাব হয়েছে।

তিনি আরো জানায়, বন্যা কবলিত ৪০,০০০ মানুষের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রে ভিত্তিক একটি সংস্থা ফেমা’র সাথে নিবন্ধিত হয়েছে ।

এদিকে এতটা বৃষ্টি হবে তা প্রাথমিক ভাবে আবহাওয়া দফতরও বুঝতে পারেনি। স্মরনকালে এত মুষুলধারায় বৃষ্টি দেখেনি বলে জানিয়েছেন লুসিয়ানার প্রবীণ বাসিন্দারাও ।

অত্যধিক আদ্রতার কারণেই এই অত্যধিক বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ