চূড়ান্ত ফল প্রকাশ ৩৫তম বিসিএসে’র

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

১৭ আগস্ট (বুধবার) বিকেলে প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজারের বেশি প্রার্থী পাস করেছেন। ১৬ জনের ফল স্থগিত রাখা হয়েছে। এই বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নিয়েছিলেন।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

অল্প সময়ের মধ্যে পিএসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক মোবাইলে ফলাফল পাওয়া যাবে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ