আমাদের দ্বায়িত্ব তাদেরকে ইসলাম সম্পার্কে জানানো

মিরু শিকদার, যুক্তরাষ্ট্র প্রতিনিধি, এবিসিনিউজবিডি,

ঢাকা: বাংলাদেশি বংশোদ্ভত অ্যামেরিকান মুসলিম তরুণী রুমানা আহমদ,যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে উপদেস্ঠা মন্ডলীর সদস্য হিসেবে কাজ করছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে ইসলাম বিরোধী মতবাদ ছড়িয়ে পড়ছে, সেখানে ২৭ বছরের এই অ্যামেরিকান মুসলিম তরুণীর পেশাগত সাফল্য তরুণ প্রজন্মের কাছে এক ইতি বাচক দৃস্টান্ত ।

Chrome Legacy Window 20082016 51900 PM.bmpসম্প্রতি ভয়েস অফ  অ্যামেরিকায় সাবরিনা চৌধুরীর সাথে এক একান্ত সাক্ষাতকারে উঠে এসেছে তার ব্যাক্তিগত এবং কর্মময় জীবনের কিছু কথাঃ

তিনি নিজেকে হিজাবী বলতেই পছন্দ করেন এবং হোয়াইট হাউজে তিনি হিজাব পড়েই কাজ করেন রোমানা ।

এ প্রশাঙ্গে তিনি বলেন প্রথম দিকে কিছুটা চিন্তিত হলেও, তার ধারনা পাল্টে দিয়ে  সবাই তাকে স্বাভাবিক ভাবেই গ্রহণ করেছেন । তার এই ভিন্নতাকে তিনি  তার শক্তি মনে করেন ।

হোয়াইট হাউজের কাজ করার স্বরনীয় মূহুতের কথা বলতে গিয়ে তিনি বললেন, হোয়াইট হাউজের প্রতিটি কাজই তার কাছে স্বরনীয়। বিশেষ করে Chrome Legacy Window 20082016 51846 PM.bmpমাঝে মধ্যে  কাজের প্রয়োজনে প্রেসিডেন্ট ওবামার সাথে সাক্ষত হওয়া, আলোচনায় অংশ নেওয়া তার কাছে স্বরনীয় হয়ে থাকবে ।

তাছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও মহৎ ব্যক্তিদের সংস্পর্শে আসা  তাও তার কাছে স্বরনীয়।

সাম্প্রতিক সমায়ে যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বে ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তিকর ইসলাম ধারনা ক্রমশই বেড়ে চলছে সে বিষয় নিয়ে রোমানা বললেন, মুসলিম Chrome Legacy Window 20082016 51825 PM.bmpঅ্যামেরিকান সমাজকে তাদের নিজেদের পরিচয় তুলে ধরতে হবে। কারন অ্যামেরিকায় সকলেই মুসলমান এবং ইসলাম সম্পার্কে জানেন না ।

তিনি বলেন, আমিও অনেক সময় বৈসম্যের সম্মুক্ষিন হয়েছি, কিন্তু আমি সবসময় ইসলামের ইতিহাস পড়ি । আমি মনে করি আমাদের দ্বায়িত্ব তাদেরকে ইসলাম সম্পার্কে জানানো ।

এ প্রশঙ্গে তিনি বলেন, নির্দেশ মূলক যেকোন আচরণ ধৈয্যের সাথে সদয় ব্যবহার ও ঐকান্তিক ভাবে মোকাবেলা করতে হবে ।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ