ভারতে এখন নির্বাচন হলে মোদিই জিতবেন
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা: ভারতের ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডে সাম্প্রতি একটি সমীক্ষা করেছে। এতে আভাস পাওয়া গেছে, ভারতে এ মুহূর্তে লোকসভা নির্বাচন হলে বর্তমান প্রধানমন্ত্রী বিজেপির নেতা নরেন্দ্র মোদিই জয়ী হবেন।
কারভি ইনসাইটস এর সহযোগিতায় সম্প্রতি চালানো এক সমীক্ষায় দেশের মানুষ বর্তমান রাজনীতি, পরবর্তী জাতীয় নির্বাচন ও নেতাদের জনপ্রিয়তা নিয়ে কী ভাবছেন তার এই চিএ দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে ক্ষমতার দুই বছর পূর্ণ করেছেন। পরবর্তী নির্বাচন হবে ২০১৯ সালে। সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী আভাস দেওয়া হয়, এখন দেশের ৫০ শতাংশ মানুষ মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। মাত্র ১৩ শতাংশ চাইছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থান এর নিচে।
সাময়িকীর চলতি সংখ্যায় আভাস দেয়া হয়েছে, এই মুহূর্তে ভারতের লোকসভা নির্বাচন হলে বিপুল বিজয় নিয়ে মোদিই ক্ষমতায় ফিরবেন। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন কমবে। ২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে ৫৪৪টি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। সেই আসন কমে দাঁড়াতে পারে ৩০৪টিতে।