সারা দেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা: ঝড় ও বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে ৫ জন, গোপালগঞ্জে ২ জন, ঢাকায় ১ জন, নওগাঁয় ১ জন ও জামালপুরে ১ জন।
২১ আগস্ট (রোববার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতে এ ঘটনা ঘটে।
ফরিদপুর: এক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ফরিদপুর সদর উপজেলার বাখুণ্ডা, গদাধরডাঙ্গী, কেশবনগর, দরানীপাড়া, মল্লিকপুরসহ প্রায় দশটি গ্রাম। এর মধ্যে বাখুণ্ডার জোবাইদা করিম জুট মিলের ভবন ভেঙে তিন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। অন্যত্র নিহত হয়েছেন আরও দু’জন।
গোপালগঞ্জ: দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
ঢাকা নর্থ ব্যুরো (কেরানীগঞ্জ): কেরানীগঞ্জে বজ্রপাতে মোসাম্মদ সামান্তা বানু (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়।
নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার রহাট্টা গ্রামে ঘূর্ণিঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে মনোয়ারা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের শেখপাড়া এলাকায় বজ্রপাতে নজরুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।